সারাদেশ

দিরাইয়ে ৯৯ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ১৭৫ পরিবারকে খাদ্য সহায়তা

স্টাফ রিপোর্টার ঃ দিরাই মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি (৯৯ ব্যাচ) শিক্ষার্থীদের অর্থায়নে করোনা সংকটে কর্মহীন দিনমজুর, শ্রমিক ও দরিদ্র ১৭৫ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮ টায় বিদ্যালয়ে প্রাঙ্গণে এই সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থী কামনাশীষ রায়, এবিএম মনসুর (সুদ্বীপ), আসলাম হোসাইন, জিয়াউল হক ভুট্টু, শাহ আলম, শাহিন রেজা, নিবেস দাস, খালিদুর ইসলাম, জিয়াউল ইসলাম, ইউসুফ আহমদ তপন, কৃপাসিন্দু, মাসুক উদ্দিন, দুলাল রায়, রতন দাস, পুলক দাস, মলয় দাস, সুকান্ত দাস, আকমল আহমেদ, পিন্টু দাস, সাম্পন দাস, রাজন বনিক, বকুল রায়, হান্নান অর রশিদ, সিরাজুল ইসলাম, মিজানুর রহমান, অজয় দেব, তাহের মিয়া, দিগ্ববিজয় তালুকদার প্রমুখ।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap