সারাদেশ
যুবলীগ নেতা জুয়েল মিয়ার উদ্যোগে ৫০ পরিবারকে খাদ্য সহায়তা

স্টাফ রিপোর্টার ঃ দিরাই পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়ার উদ্যোগে ও তার সহপাঠীদের সহযোগিতায় করোনা সংকটে কর্মহীন নিম্নআয়ের অর্ধশতাধিক পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল পরিবার প্রতি ৫ কেজি চাল,১ কেজি ডাল, ১ কেজি পিঁয়াজ,১ কেজি লবন, ১ কেজি আলু ও ১টি করে সাবান। বৃহস্পতিবার বিকেলে পৌর সদরের কয়েকটি গ্রামে বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য সহায়তা পরিবারের সদস্যদের হাতে তুলে দেন পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায় ও পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আহমদ। উপস্থিত ছিলেন উদ্যোক্তা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, শাহীন রেজা, বাপ্পী হাসান, হেলাল হাসান, দিলাল মিয়া প্রমুখ।