গ্রো ফাউন্ডেশনের অর্থায়নে দিরাই খাগাউড়ায় মাস্ক ও সাবান বিতরণ

জয়ন্ত কুমার সরকার ঃ দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের খাগাউড়া গ্রামের ৫ শতাধিক পরিবারের মধ্যে গ্রো ফাউন্ডেশনের অর্থায়নে মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে। শুক্রবার খাগাউড়া স্পোর্টিং ক্লাব (কেএসসি) সহযোগীতায় গ্রামের বাড়ি বাড়ি গিয়ে কেএসসির সদস্যগণ সাবান ও মাস্ক তুলে দেন। এছাড়া করোনা প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, কেএসসি সদস্য পল্টু তালুকদার, বাবলু তালুকদার, হরিধন তালুকদার, রুপন মজুমদার, বিশ্বজিৎ চৌধুরী, অমিত তালুকাদার প্রমুখ। কেএসসি উপদেষ্টা রজত তালুকদার বলেন, প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের সুযোগ্য পুত্র প্রকৌশলী সৌমেন সেনগুপ্ত এমন সংকটময় সময়ে হাওড়ের অসহায় দিনমুজর খেটে খাওয়া মানুষের পাশে থেকে মানবিকার দৃষ্টান্ত স্থাপন করেছেন। দিরাই শাল্লার নিম্ন আয়ের মানুষদের তিনি বিভিন্নভাবে সহযোগিতা করে চলেছেন। আমরা সৌমেন সেনগুপ্তর এমন সহযোগিতায় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।