দিরাইয়ে ১২ টি দোকান কোঠার ভাড়া মওকুফ করে দিলেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিনিধি ঃ করোনা পরিস্থিতিতে জনজীবন প্রায় অচল। সরকারি নির্দেশনায় সবধরণের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরফলে দুর্বিষহ দিন কাটাচ্ছেন বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীরা। ঠিক এমন সংকটময় মুহূর্তে কিছু ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা চিন্তা করে ১২ টি দোকান কোঠার ১ মাসের ভাড়া মওকুফ করে দিলেন সুনামগঞ্জের দিরাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. গোলাপ মিয়া।
জানা গেছে, দিরাই শ্যামারচর বাজারে বিএনপি নেতা গোলাপ মিয়ার রয়েছে একটি মার্কেটসহ প্রায় ১২ টি দোকান কোঠা। সবমিলিয়ে মাসে প্রায় ৭৫ হাজার টাকা ভাড়া আসে। করোনার পরিস্থিতিতে এই দোকানগুলো বন্ধ থাকায় বিপাকে পড়েন এসব ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাদের দুর্ভোগের কথা চিন্তা করে ১ মাসের দোকান ভাড়া মওকুফের ঘোষনা দেন গোলাপ মিয়া।
এ বিষয়ে গোলাপ মিয়া বলেন, করোনার কারণে উনারা দোকান খুলতে পারছেন না। আর বেচাকেনা না করলে কোথা থেকে ভাড়া দিবেন। তাই তাদের বলছি ১ মাসের ভাড়া দেওয়া লাগবে না। করোনা পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলেও জানান এই মানবিক মানুষটি।
মার্কেটের ক্ষুদ্র ব্যবসায়ীরা গোলাপ মিয়ার উদারতায় সন্তুষ্টি ও তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।