সারাদেশ

দিরাইয়ে কোয়ারেন্টাইন না মেনে প্রতিবেশীর বাড়িতে, নিষেধ করায় মারধর

স্টাফ রিপোর্টার ঃ হোম কোয়ারেন্টাইন না মেনে সদ্য ঢাকা ফেরত যুবক ইমন মিয়া ঘুরতে যান প্রতিবেশীর বাড়িতে। এসময় করোনা সংক্রমণের ভয়ে ওই গৃহকর্ত্রী আখলিমা বেগম ইমনকে তাদের বাড়িতে ঘোরাঘুরি করতে নিষেধ করলে ইমন ও তার স্বজনরা হামলা চালিয়ে আখলিমা বেগম (২৫) ও তার বৃদ্ধ শাশুড়ী অলিমান হামিদা বিবি (৬৫) কে মারধর করে জখম করে। ঘটনাটি ঘটে গত শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে দিরাই পৌর সদরের আনোয়ারপুর পশ্চিম হাটি গ্রামে। এমন অভিযোগ এনে বৃদ্ধার পুত্র ইয়াছিন আলী বাদী হয়ে ইমন মিয়া ও তার পিতা সুফি মিয়াসহ মোট ৫ জনের বিরুদ্ধে দিরাই থানায় একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগসূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল ঢাকা থেকে আনোয়ারপুর পশ্চিম হাটি নিজ বাড়িতে আসে ইমন মিয়া। সংবাদ পেয়ে স্থানীয় প্রশাসনের লোকজন তার বাড়িতে গিয়ে ইমন মিয়া ও তার পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলে। প্রশাসনের লোকজন নিষেধ অমান্য করে ঘটনার দিন প্রতিবেশীর বাড়িতে যায় ইমন। এসময় ওই বাড়ির লোকজন করোনা আতংকে তাকে বাড়ি যেতে বললে, ক্ষেপে যায় সে। এরই জের ধরে স্বজনদের নিয়ে হামলা চালিয়ে বৃদ্ধ অলিমান হামিদা বিবি ও তার পুত্রবধূ আখলিমা বেগম কে মারধর করে আহত করে। দিরাই থানার ওসি কে এম নজরুল অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত চলছে, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap