সারাদেশ
যুক্তরাজ্য প্রবাসী পাশা মিয়ার পক্ষ থেকে মাদ্রাসা শিক্ষকদের খাদ্যসামগ্রী প্রদান

দিরাই প্রতিনিধি ঃ দিরাই রাজানগর ইউনিয়নের উমেদনগর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী পাশা মিয়ার পক্ষ থেকে তাঁর নিজ ইউনিয়নের সকল কওমী মাদ্রাসার শিক্ষকদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। শনিবার সকালে ৩৭ জন শিক্ষকদের জনপ্রতি ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি ভোজ্য তেল, ১ কেজি পেঁয়াজ ও ১ টি মাস্ক পৌঁছে দেন পাশা মিয়ার স্বজনরা। উল্লেখ্য, চলমান করোনা সংকটে পাশা মিয়ার পক্ষ থেকে দিরাই বাজারের মানসিক ভারসাম্যহীন ও কয়েকজন ভিক্ষুকদের মধ্যে প্রায় এক সপ্তাহ ধরে প্রতিদিন একবেলা খাবার বিতরণ করা হচ্ছে।