সারাদেশ

দিরাই উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা তাপস রায়ের উদ্যোগে মিড ডে মিল

জয়ন্ত কুমার সরকার ঃ দিরাইয়ে সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায়ের উদ্যোগে ও তার প্রয়াত স্ত্রীর নামে প্রতিষ্ঠিত অনজু রায় স্মৃতি পরিষদের সহযোগিতায় উপজেলার পানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। অাজ দুপুর ১.৩০ ঘটিকায় বিদ্যালয়ে উপস্থিত সকল শিক্ষার্থীদের মাঝে রান্না করা স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করা হয়। এ উপলক্ষে অায়োজিত অালোচনা সভায় পানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিপু হালদারের সভাপতিত্বে ও অনজু রায় স্মৃতি পরিষদের সদস্য জয়ন্ত কুমার সরকারের সঞ্চলনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার তাপস কুমার রায়, এনামুল হক, ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, দিরাই পৌর সদরে অবস্থিত ডিএসএস একাডেমীর চেয়ারম্যান শাহজাহান সিরাজ, স্থানীয় গণমাধ্যমকর্মী সৈয়দুর রহমান, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য জয়মনি দাস, অনিল চন্দ্র দাস প্রমুখ। বক্তব্যে তাপস কুমার রায় বলেন, বিগত বছরে পানগাঁও বিদ্যালয়টি ঝরে পড়া রোধে সফলতা দেখিয়েছে। ঝরেপড়া রোধে মিড ডে মিল ( বিদ্যালয়ে দুপুরের খাবার খাওয়া) কার্যকরী ভূমিকা পালন করেছে। তিনি অাশাবাদ ব্যক্ত করে অারো বলেন, প্রতিটি বিদ্যালয়ে শতভাগ মিড ডে মিল চালু করতে পারলে ঝরে পড়া রোধসহ প্রাথমিক শিক্ষার কাঙ্খিত মানোন্নয়ন সম্ভব। মিডডে মিল কার্যক্রম চালু করার জন্য উদ্বুদ্ধ করতেই অামি ব্যাক্তিগতভাবে এই বিদ্যালয়ে নিজ উদ্যোগে এই অায়োজন করেছি। অাগামীকাল বুধবার ভাটিপাড়া ক্লাস্টারের দত্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়েও সহকারি উপজেলা শিক্ষা অফিসার তাপস কুমার রায়ের ব্যাক্তি উদ্যোগে মিড ডে মিলে রান্না করা স্বাস্থ্য সম্মত খাবার পরিবেশন করা হবে বলে জানিয়েছেন অনজু রায় স্মৃতি পরিষদের সদস্যরা।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap