সারাদেশ
দিরাইয়ে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, চোর গ্রেফতার

দিরাই প্রতিনিধি ঃ সুনামগঞ্জের দিরাইয়ে চুরি হওয়া স্বর্ণালংকারসহ চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত চোর দিরাই পৌরসদরের দোওজ গ্রামের মতিন মিয়ার পুত্র আফজাল মিয়া (২৫)। দিরাই থানা পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাতে দিরাই বাজারস্থ আখড়া মোড়ে মো: জুয়েল মিয়ার দোকান থেকে স্বর্ণালংকার চুরি হয়। দোকানের সিসি টিভি ফুটেজ দেখে চোর সনাক্ত করে থানা পুলিশ। এরপর গতকাল শনিবার অভিযান চালিয়ে দোওজ এলাকা থেকে আফজাল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল জানান, গ্রেফতারকৃত চোর আফজাল মিয়ার স্বীকারোক্তির ভিত্তিতে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে চুরির মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।