সারাদেশ
দিরাইয়ে শতাধিক পরিবারকে প্রবাসী নারীনেত্রীর খাদ্য সহায়তা

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের দিরাইয়ে কর্মহীন অসহায় পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেত্রী চঞ্চলা রানী দাস। রবিবার সাড়ে তিনটার দিকে দিরাই মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সামাজিক দুরত্ব বজায় রেখে এ খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেত্রী চঞ্চলা রানী দাস, প্রধান শিক্ষক সব্যসাচী দাস চয়ন, প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, কোষাধ্যক্ষ প্রশান্ত সাগর দাস, অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ, মনিশংকর দাস প্রমুখ। এরআগে প্রবাসী এই নেত্রী উপজেলার মিলনবাজার এলাকায় শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেন।