সারাদেশ
সৌমেন সেনগুপ্তের সহযোগিতায় দেড় শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দিলো ‘স্বজন’

স্টাফ রিপোর্টার ঃ দিরাই উপজেলার সীমান্তবর্তী এলাকা রফিনগর ইউনিয়নের আলীপুর, পুরন্দরপুর, দূর্লভপুর গ্রামের দেড় শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গ্রো ফাউন্ডেশন চেয়ারম্যান প্রকৌশলী সৌমেন সেনগুপ্তের অর্থায়নে ও সেচ্ছাসেবী সংগঠন ‘স্বজন’ এর সহযোগিতায় এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। রবিবার দুপুরে করোনা সংকটে কর্মহীন এসব দরিদ্র পরিবার প্রধানদের হাতে পরিবার প্রতি ৫ কেজি চাল, ১ কেজি পিঁয়াজ, ২ কেজি আলু, ১ কেজি ডাল ১ কেজি ভোজ্য তেল, ১ কেজি লবণ, ১ টা মাস্ক ও ১ টা করে সাবান তুলে দেন স্বজন উপদেষ্টা প্রভাষক মিজানুর রহমান পারভেজ ও জয়ন্ত কুমার সরকার। এসময় উপস্থিত ছিলেন স্বজন আহবায়ক ইসলাম উদ্দিন, যুগ্ম আহবায়ক শাহজাহান সাজু, সদস্য সচিব মহিবুর মুন্না, ইমাদ সর্দার, রুহুল আমিন, আকাশ প্রমুখ।