সারাদেশ
দিরাইয়ে অসহায় দুই শতাধিক পরিবারকে মহাজন সমিতির খাদ্যসামগ্রী প্রদান

দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্যোগে অসহায় কর্মহীন দুই শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে মহাজন সমিতির কার্যালয়ে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সফি উল্লাহ, ওসি কে এম নজরুল, পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, প্রবীন ব্যবসায়ী নুর মিয়া তালুকদার, দিরাই বাজার মহাজন সমিতির সভাপতি কামাল উদ্দিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন,মোস্তাকুল ইসলাম, করম উদ্দিন, নুরুল হক, কামনাশীষ রায় লিটন, ফিরোজ মিয়া,শহিদুল, ইকবাল চৌধুরী প্রমুখ । প্রত্যেকটি পরিবারকে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, এক লিটার তেল, এক কেজি লবন ও একটি সাবান প্রদান করা হয়।