প্রকাশিত সংবাদের সাথে ভিন্নমত পোষণ করলেন প্রধান শিক্ষক

গতকাল বৃহস্পতিবার বিভিন্ন দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে ‘দিরাইয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের সাথে ভিন্নমত পোষণ করেছেন অভিযুক্ত শিক্ষক গোলাম কিবরিয়া। লিখিত ভিন্নমতে তিনি উল্লেখ করেন, মিঠাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে ২০১৮-১৯ অর্থবছরে স্পিপের ৫০ হাজার টাকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মির্জা আনিসুর রহমান লিটন কৌশলে নিজের কাছে নিয়ে নেন এবং সমুদয় টাকা উনি নিজের ইচ্ছেমতো ব্যয় করেন। অন্যান্য বরাদ্দের টাকা বিধি মোতাবেক খরচ করা হয়েছে। যাবতীয় খরচের পর কিছু টাকা আমার কাছে রয়েছে, যাহা সরকারি সিদ্ধান্ত মোতাবেক বায়োমেন্ট্রিক হাজিরা যন্ত্র ক্রয় ও বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে ব্যয় করার জন্য সিদ্ধান্ত নেয়া হয়, যা এসএমসি সভার রেজুলেশনে উল্লেখ আছে। এছাড়া বিভিন্ন খাতে যে টাকাগুলো ব্যয় করা হয়েছে তাতেও এসএমসির অনুমোদন আছে। লিখিত ভিন্নমতে প্রধান শিক্ষক আরও উল্লেখ করেন, আমার কাছে গচ্ছিত টাকা সভাপতি নিজের কাছে নিতে চাইলে, আমি বিধি মোতাবেক তাতে আপত্তি জানাই। এতে ক্ষিপ্ত হয়ে তিনি আমার বিরুদ্ধে উদ্দেশ্যমুলক অভিযোগ দায়ের করে আমার মানহানির চেষ্টা করছেন। আমি আইনীভাবেই এর মোকাবেলা করবো। বিজ্ঞপ্তি