সারাদেশ
হতদরিদ্রদের দুই বন্ধুর ঈদ উপহার

দিরাই প্রতিনিধি ঃ যু্ক্তরাষ্ট্র প্রবাসী শাহ ইরফান আহমেদ কাউছার ও ইতালী প্রবাসী সাগর আহমদ দুজনই দিরাই উপজেলার বাসিন্দা ও বাল্যবন্ধু। মুসলমানের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে ঈদ আনন্দ দরিদ্র কিছু পরিবারের মধ্যে ছড়িয়ে দিতে এই দুই বন্ধুর অর্থায়নে ঈদ উপকরণ বিতরণ করা হয়েছে। তাদেরই আরেক বন্ধু সান্জব আলীর উদ্যোগে দিরাই পৌরসভার ৮নং ওয়ার্ডের আনোয়ারপুর গ্রামের অসহায় দিনমজুর মানুষদের মধ্যে এই ঈদ উপহার বিতরন করা হয়। মঙ্গলবার (১৯মে) এসব ঈদ উপহার ঘরে ঘরে পৌঁছে দেন দেশে অবস্থানরত প্রবাসীদের বন্ধু বিল্লাল হোসেন, সান্জব আলী, সুফিয়ান সরদার মিলাদ প্রমূখ।
