ব্রিটিশ পার্লামেন্টের সামনে যুক্তরাজ্য বিএনপির মানববন্ধন

যুক্তরাজ্য সংবাদদাতা:: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে সুচিকিৎসা নিশ্চিত করার দাবিতে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (৬ডিসেম্বর) যুক্তরাজ্য সময় দুপুর সাড়ে ১২ টায় ব্রিটিশ পার্লামেন্টের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এমএ মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়সর আহমেদের পরিচালনায় মানববন্ধনে বক্তারা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করার জোর দাবি জানান। অন্যথায় বেগম খালেদা জিয়ার কিছু হলে তার দায়ভার সরকারকে নিতে হবে বলে উল্লেখ করেন বক্তারা।
ইস্ট লন্ডন যুবদলের সভাপতি মোঃ আরজানুজামান বলেন,
সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের প্রতীক, আপামর মানুষের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশ প্রেরণ করা প্রয়োজন। বিদেশেই তাঁর সুচিকিৎসা সম্ভব। কিন্তু রাতের ভোটে নির্বাচিত বাংলাদেশের বর্তমান সরকার বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিতে নীলনকশা বাস্তবায়ন করছে। তাঁকে বিদেশে যেতে দিচ্ছে না। যুক্তরাজ্যসহ বিশ্বের প্রতিটি বিএনপি নেতাকর্মীদের কাছে জোর দাবি জানাচ্ছি, আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ সরকারকে বাধ্য করতে হবে। সকল ষড়যন্ত্র ছিন্ন করে আমাদের প্রিয় নেত্রীকে বিদেশে সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মু: কামরুল আহসান রাসেল, শেখ খুরশিদুল আলম, সেন্ট্রাল লন্ডন যুবদলের যুগ্ন সম্পাদক রমজান সরদার রাজা, ফখরুল মিয়া, আবুল হাসান জনি, আব্দুল হামিদ, মোঃ জিল্লুল হক, ইষ্ট লন্ডন যুবদলের যুগ্ন সম্পাদক মোহাম্মদ আসাদ, ইস্ট লন্ডন যুবদলের সহ-সভাপতি মোঃ ইফতেখারুল ইসলাম, ইস্ট লন্ডন যুবদলের সহ-সভাপতি মোঃ নেছার উদ্দিন আহমেদ, আবু জাফর আব্দুল্লাহ সহ বিএনপি অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মী।