আন্তর্জাতিক

সুনামগঞ্জের সন্তান ডা. হেপি নিউইয়র্কে করোনায় আক্রান্ত

রোমেনা জামান নিউইয়র্ক থেকেঃ আমার বাল্যবন্ধু বললে কম বলা হবে।আমার ছোট বেলার খেলার সাথী।একি পাড়ায় একি সাথে খেলতে খেলতে বড় হয়েছি। পাশা-পাশি বাসায় না হলেও এক বাসা পরেই ছিলো আমার শৈশব-কৈশোরের সাথী ডাঃ রওনক জাহান হেপি’দের বাসা।সুনামগন্জ পৌর শহরের সুরমা আবাসিক এলাকায় হেপীদের বাসা. হেপি’র সাথে এই প্রবাসে দেখা হলে বা ফোনে কথা হলে মনেই হয়না অনেক দিন পর দেখা হয়েছে বা কথা হয়েছে।।আমার সেই বন্ধুকে নিয়ে আজ আমি গর্বিত এবং একি সাথে চিন্তিত।।গর্বিত কারন সে রোগীরদের কে সেবা দিতে গিয়ে করোনাক্রান্ত।। চিন্তিত কারন গতকাল সে আমাকে মেসেজ করে জানিয়েছে “Rumana pray for me, I am positive for Covid 19. Could not save myself “। সে বাংলাদেশের কুমিল্লা সরকারী মেডিকেল কলেজ থেকে ডাক্তারী পাশ করে আমেরিকায় এসে উচ্চতর ডিগ্রি নিয়ে বর্তমানে নিউইয়র্কের স্বনামধন্য একটি হাসপাতালের ডাক্তার/ একজন ডাক্তারের কাছ থেকে “কোড নট সেভ মাই সেল্ফ” কথাটা নিয়েই আমার চিন্তা।সে বর্তমানে নিউইয়র্কে স্বামী এবং একমাত্র কন্যা সন্তান নিয়ে বসবাসরত .গতসপ্তাহে ও’র সাথে আলাপ করে ওর পরামর্শে আমি আমার পিতৃতুল্য খালু’কে পাঠিয়েছি ও’যে হাসপাতালে কর্মরত সেই হাসপাতাল মানে, এল.আই.জে মেডিকেল লং আইল্যান্ড,নিউইয়র্ক . খালুর কাছ থেকে পাওয়া পিতৃস্নেহ আর মায়া’র স্মৃতি আর বন্ধুর সাথে বন্ধুত্বের স্মৃতি রক্তের সম্পর্কের চেয়ে কম কি?আমার বিশ্বাস,দু’জন ই অদৃশ্য শত্রুর সাথে যুদ্ধে জয়ী হবেন, ইনশাআল্লাহ।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap