শাল্লায় বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দিচ্ছে স্বেচ্ছাসেবকরা

নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জের শাল্লা উপজেলায় প্রাতিষ্টানিক কোয়ারেন্টাইন ও হোম কোয়ারান্টাইনে থাকা ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছেন একদল স্বেচ্ছাসেবক। জীবনের ঝুঁকি নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া এসব ত্রাণ তারা উপজেলার চারটি ইউনিয়নের কোয়ারেন্টিনে থাকা মানুষের মাঝে বিতরণ করছেন। জানা যায় কোরানা,করোনা পরিস্থিতি মোকাবিলায় শাল্লা উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫০ সদস্যের একটি স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়। স্বেচ্ছাসেবকরা রাতভর খাবার সংগ্রহ ও প্যাকেট করে দিনে সেগুলো নিয়ে ছুটে যান কোয়ারান্টাইন এ থাকা ব্যক্তিদের কাছে। তবে স্বেচ্ছাসেবকের দলে ৫০ সদস্য নাম লেখালেও পলাশ সরকার পল্টু,তপন কান্তি সরকার,বুবাই সরকার ছাড়া অন্য কোন সদস্যকে এখন পর্যন্ত মাঠে দেখা যায় নি। এব্যপারে তপন,পলাশ ও বুবাইয়ের সাথে কথা হলে তারা বলেন,করোনা যুদ্ধে স্বেচ্ছাসেবক হিসাবে আমরা ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছি এবং সকলকে সচেতন হওয়ার জন্য আহবান করছি এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে বলছি।