জাতীয়

জগন্নাথপুরে গোপনে মজুদ করা টিসিবি’র ৭৬ বস্তা চিনি ও ১৯৬ বোতল তেল উদ্ধার

কলম শক্তি ডেস্ক ঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় টিসিবির ৭৬ বস্তা চিনি ও ১৯৬ বোতল সয়াবিন তেলসহ একজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলীপুর এলাকার একটি গুদাম থেকে এসব পণ্য উদ্ধার করা হয়। আটককৃত মো. আনান হোসেনের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায়। জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত বলেন, আমাদের কাছে খবর আসে হবিগঞ্জের নবীগঞ্জের ব্যবসায়ী নোমান হোসেন টিসিবির বিপুল পরিমাণ পণ্য জগন্নাথপুরের আলীপুরের একটি গুদামে মজুত করেছেন। সংবাদের ভিত্তিতে আমরা সেখানে অভিযান চালালে ব্যবসায়ী নোমান পালিয়ে যান। তবে তার ভাই আনান হোসেনকে আটক করা হয়। গুদামে তল্লাশি চালিয়ে টিসিবির ৭৬ বস্তা চিনি, পাঁচ লিটারের ১৯৬ বোতল সয়াবিন তেল উদ্ধার করা হয়। তিনি বলেন, আমরা এখনও ঘটনাস্থলে আছি। পলাতক ব্যবসায়ী এবং আটক ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap