সারাদেশ

করোনা সংকটে গ্রো ফাউন্ডেশনের সহযোগিতা অব্যাহত

স্টাফ রিপোর্টার ঃ চলমান করোনা সংকটে কর্মহীন নিম্ন আয়ের অসহায় মানুষদের খাদ্যসামগ্রীসহ বিভিন্ন সহায়তা অব্যাহত রেখেছে গ্রো ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার ফাউন্ডেশনের অর্থায়নে দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের মানিকদা গ্রামে ১৫২টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী উপহার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন মানিকদা গ্রামের মাওলানা আইনুল, যুবলীগ নেতা সবুজ মিয়া, ইউপি সদস্য মোঃ ইউনুস আলী, গ্রো ফাউন্ডেশনের সদস্য সুজিত চক্রবর্তী, দিলীপ দত্ত ও আনাছ আহমেদসহ এলাকার লোকজন।

উল্লেখ্য, স্থানীয় সাংসদ পুত্র প্রকৌশলী সৌমেন সেনগুপ্ত পরিচালিত গ্রো ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই দিরাই ও শাল্লার হতদরিদ্র পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে সহায়তা প্রদান করে আসছে। অর্থাভাবে চিকিৎসা বঞ্চিতদের চিকিৎসা ও গরীব শিক্ষার্থীদের পড়াশোনার ব্যয়ভার বহন করছে। পাশাপাশি বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে গ্রো ফাউন্ডেশন। চলমান করোনা দুর্যোগের শুরু থেকে এপর্যন্ত দিরাই শাল্লার নিম্ন আয়ের কয়েক হাজার পরিবারকে বিভিন্ন ধরণের সহায়তা দিয়েছে ফাউন্ডেশনটি। বর্তমান ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও অসহায় মানুষদের হাতে হাতে এসব সহায়তা পৌঁছে দিচ্ছেন ফাউন্ডেশনের কর্মীরা। এছাড়া ফাউন্ডেশনের সৌজন্যে দুই উপজেলার স্বাস্থ্য কর্মীদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই), গ্লাভস, মাস্ক সরবরাহ করা হয়েছে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap