আন্তর্জাতিক
লন্ডনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দিরাইয়ের ছদরুল হকের মৃত্যু

দিরাই প্রতিনিধি ঃ যুক্তরাজ্যে করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল গ্রামের মোঃ সদরুল হক (৬৫)। শুক্রবার লন্ডনের নিউহ্যাম জেনারেল হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে উপজেলার জগদল গ্রামের নিজ বাড়ি, পৌর সদরের উপজেলা রোডে নিজ বাসভবন, পৌর সদরের রাধানগর গ্রামে শশুড়ালয়সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। সজ্জন মানুষ হিসেবে সর্বমহলে সমাদৃত ছদরুল হক স্বপরিবারে যুক্তরাজ্যের লন্ডন শহরের গ্রিণ স্ট্রিট এলাকায় বসবাস করতেন। এলাকার লোকজনের সাথে ছিলো তার নিবিড় যোগাযোগ। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়েসহ অাত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।