সারাদেশ
ত্রাণ বিতরণের মধ্য দিয়ে ‘ফ্রেন্ডশিপ ফরএভার’র যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার ঃ করোনা সংকটে কর্মহীন নিম্ন আয়ের মানুষের মধ্যে ত্রাণ বিতরণের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে সমাজসেবী সংগঠন ‘ফ্রেন্ডশিপ ফরএভার’। গতকাল শুক্রবার ভাটিপাড়া ইউনিয়নের কুঁচিরগাও হতে গনকা পর্যন্ত প্রায় ১২৫ টি পরিবারের মধ্যে পরিবার প্রতি ৫ কেজি চাল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম ডাল, ৫০০ গ্রাম তেল বিতরণ করে সংগঠনটি। এসময় উপস্থিত ছিলেন ফ্রেন্ডশিপ ফরএভার’র সদস্য অলিউর রহমান, আমজাদ হোসেন, ইমরান আহমদ নিক্সন, মশিউর রাহমান, উমার আহমেদ, তাজাম্মুল ইসলাম রিমন, সুজন তালুকদার, সেজেল আহমদ, খায়রুল ইসলাম, নির্মল সরকার, সঞ্জয়, লাভলু, জহিরুল, শাহজ্জামান, বাপ্পু তালুকদার, রাসেদ আহমদ, দিদার আলম বাদশা, জুয়েল তালুকদার, আসওয়াদ প্রমুখ।