জাতীয়

চালের দামে দিশেহারা কর্মহীন মানুষ

কলম শক্তি ডেস্ক ঃ থামছে না চালের দাম বৃদ্ধির প্রতিযোগিতা। করোনা ভাইরাসের আতঙ্কের শুরুতে বেড়ে যাওয়া চালের দাম আবারও বেড়েছে। গরিবের মোটা চাল প্রতিকেজি বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। চালের এই দাম বৃদ্ধির প্রতিযোগিতা শুধু ঢাকার খুচরা বাজারেই সীমাবদ্ধ নয়। কোনো কারণ ছাড়াই অভিজাত এলাকার সুপার শপগুলোতেও বাড়ানো হয়েছে চালের দাম। চালের এই দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এমনিতে লকডাউনের কারণে কাজ নেই। হাতে টাকা নেই। এ অবস্থায় চালের বাড়তি দামে অনেকটা নাভিশ্বাস অবস্থা এসব মানুষের। সূত্র জানায়, করোনার অজুহাত সামনে রেখে মিলাররা গত এক মাসে মিল পর্যায়েই প্রতি বস্তা (৫০ কেজি) চালে সর্বোচ্চ ৭০০ টাকা পর্যন্ত বাড়িয়েছেন।এর প্রভাব পড়েছে রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে। ফলে করোনার এই ক্রান্তিকালে চাল কিনতে দিশেহারা সাধারণ ভোক্তারা। সংশ্লিষ্টরা জানান, করোনা ঠেকাতে সামাজিক দূরত্ববিধি মানতে গিয়ে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের কাছে এমনিতেই টাকা নেই। তার ওপর বাড়তি দামে চাল কিনতে গিয়ে তারা হিমশিম খাচ্ছেন। বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে কেজিতে চালের দাম বেড়েছে ৮ টাকা এবং মাসের ব্যবধানে বেড়েছে ১২ টাকা পর্যন্ত। সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে চালের দাম সপ্তাহের ব্যবধানে ৭ শতাংশ এবং মাসের ব্যবধানে প্রায় ২৪ শতাংশ বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, করোনা ভাইরাসের কারণে আগের মতো পণ্য সরবরাহ হচ্ছে না। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে মানুষকে বের হতে নিষেধ করা হয়েছে। ফলে চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ার কারণে চালের দাম বেড়েছে। এছাড়া চিকন চালের মৌসুম একেবারে শেষ। তাই সরবরাহও শেষ। ইতিমধ্যে নতুন বোরো ওঠা শুরু করেছে। এসব চাল বাজারে এলে আশা করা যায় দাম কমবে। একশ্রেণির মুনাফালোভী ব্যবসায়ী পরিকল্পিতভাবে চালের দাম বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ করেছেন অনেকেই। দাম নিয়ন্ত্রণে চালের বাজারে দ্রুত র‌্যাব ও ভোক্তা অধিদপ্তরের অভিযান চালানোর দাবি জানিয়েছেন ভোক্তারা। রাজধানীর চালের আড়ত কাওরান বাজারের পাইকারি চাল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারে এক মাস আগে মাত্র ৩৪ টাকায় এক কেজি মোটা চাল পাওয়া যেতো। আর এখন সেই মোটা চাল প্রতিকেজি ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা দুই সপ্তাহ আগে ছিল ৩৮ থেকে ৪০ টাকা। নাজিরশাইল চাল বিক্রি হয়েছে ৬৮-৭০ টাকা, যা আগের সপ্তাহে ছিল ৬৫-৬৮ টাকা। করোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ার আগে ছিল ৫২-৫৬ টাকা কেজি। মিনিকেট চাল কেজিপ্রতি বিক্রি হয়েছে ৫৫-৫৮ টাকা, যা আগের সপ্তাহে ছিল ৫৪-৫৬ টাকা। বর্তমানে মাঝারি মানের চালের কেজি বিক্রি হচ্ছে ৫২-৬০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ৫০-৫৫ টাকার মধ্যে। এক মাস আগে ছিল ৪৫-৫০ টাকার মধ্যে। টিসিবি’র হিসাবেই বলা হচ্ছে, গত এক মাসে মোটা চালের দাম বেড়েছে ২১.৬২ শতাংশ। শুধু মোটা চাল নয়, গত এক মাসে সরু চালের দামও বেড়েছে ৮ শতাংশ। একইভাবে এই এক মাসের ব্যবধানে ময়দার (খোলা) দাম বেড়েছে ১৫ শতাংশ। রাজধানীর শাহজাহানপুর, মালিবাগ বাজার, কারওয়ানবাজার, বাদামতলী বাজার, সূত্রাপুর বাজার, শ্যাম বাজার, কচুক্ষেত বাজার, মৌলভী বাজার, মহাখালী বাজার, উত্তরা আজমপুর বাজার, রহমতগঞ্জ বাজার, রামপুরা এবং মিরপুর-১ নম্বর বাজারের পণ্যের দামের তথ্য নিয়ে এ প্রতিবেদন তৈরি করেছে টিসিবি। টিসিবির তথ্য অনুযায়ী, বর্তমানে নাজির ও মিনিকেট চালের কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৮ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ৫৫ থেকে ৬৫ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে এ দুই ধরনের চালের দাম বেড়েছে ৬.৬৭ শতাংশ। চিকন চালের পাশাপাশি দাম বেড়েছে মাঝারি মানের চালের। টিসিবির হিসেবে, মাঝারি মানের চাল পাইজাম ও লতার দাম সপ্তাহের ব্যবধানে বেড়েছে ২.৮৬ শতাংশ। বর্তমানে পাইজাম ও লতা চালের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৮ টাকা। যা এক সপ্তাহ আগে ছিল ৫০ থেকে ৫৫ টাকা। ভালো ব্র্যান্ডের চাল এখন বাজারে পাওয়াই যাচ্ছে না। চাল ব্যবসায়ীরা জানান, করোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে চালের দাম বেড়ে যায়। এরপর র‌্যাব একের পর এক অভিযান পরিচালনা করলে কিছুটা স্থির হয় চালের দাম। প্রায় এক মাস চালের দাম স্থির থাকে। তবে এক সপ্তাহ ধরে আবার দাম বাড়া শুরু হয়েছে। বাজারে চাল কিনতে আসা নাইমুল ইসলাম বলেন, আমাদের পরিবারে চারজন সদস্য। মার্চের শুরুতে ২৫ কেজির এক বস্তা চাল কিনেছিলাম। সেই চাল শেষ হয়েছে। তাই চাল কিনতে এসেছি। আগে যে চালের বস্তা ১৩০০ টাকায় কিনেছি, এখন সেই চাল ১৬০০ টাকা চাচ্ছে। ২৫ কেজি চালের দাম এক মাসে ৩০০ টাকা বেড়েছে। এটা কীভাবে স্বাভাবিক হয়? এদিকে করোনা আতঙ্ক কুঁড়ে কুঁড়ে খাচ্ছে, অন্যদিকে পণ্যের দাম ভোগাচ্ছে। কি ধরনের মানসিক যন্ত্রণার মধ্যে আছি বলে বোঝাতে পারবো না। উত্তর বাড্ডার বাসিন্দা নিয়াজ বলেন, মানবিক বিবেচনায় এখন চাল-ডালের দাম কম হওয়ার কথা। কিন্তু বাস্তবতা হচ্ছে আতঙ্কের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দাম।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap