
সাজু আহমেদ, নিজস্ব প্রতিনিধিঃ দিরাইয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশু কন্যার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তেতৈয়া গ্রামে এঘটনা ঘটে। নিহতরা হলো ওই গ্রামের পরাছ মিয়ার মেয়ে সিমি আক্তার( ৯) ও সিমরান আক্তার (৭)। নিহতের স্বজনরা জানান, সকাল ৯টার দিকে বাড়ির পাশে পুকুরের ঘাটে গোসল করতে গিয়েছিল সিমি আক্তার (৯) ও সিমরান আক্তার (৭)। পুকুরে গোসল করার একপর্যায়ে পানিতে পড়ে ডুবে যায় দু’জন। দুইজনকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। সকাল সাড়ে ৯টার দিকে পুকুর থেকে তাদের উদ্ধার করে মার্কুলী বাজারে চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কুুুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুর রহমান তালুকদার পানিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।