সারাদেশ
স্বেচ্ছাশ্রমে গরীব কৃষাণীর ধান কেটে দিলো এভারগ্রীণ রোভার স্কাউট
স্টাফ রিপোর্টার ঃ করোনা পরিস্থিতিতে তীব্র শ্রমিক সংকটে ব্যাহত হচ্ছে চলতি মৌসুমের বোরো ধান কাটা। আগাম বন্যার পূবার্ভাস থাকায় দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় কৃষকের পাকা ধান স্বেচ্ছাশ্রমে কেটে দিতে এগিয়ে এসেছে দিরাই এভারগ্রীণ রেলওয়ে মুক্ত রোভার স্কাউট গ্রুপ। মঙ্গলবার উপজেলার রফিনগর ইউনিয়নের কালিকুটা হাওরে দিনব্যাপি গরিব কৃষাণী সুভাগ্য রানী দাসের অর্ধ একরের অধিক জমির পাকা ধান কেটে দিয়েছে তারা। ইউনিট লিডার ফখরুল আমিন চৌধুরীর নেতৃত্বে এতে অংশ নেন ইউনিট লিডার পারভেজ মিয়া, সিনিয়র রোভার মেট তায়েফ চৌধুরী, সিনিয়র রোভার অনুপম দাস, সিনিয়র রোভার জাহিদ হাসান, রোভার তারেক, মাহমুদুল, শাহাদাত ও রঞ্জিত।