স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কাটলো ‘স্বজন’
দিরাই প্রতিনিধি ঃ রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠন স্বজন এর উদ্যোগে সংগঠনের ১৬ জন সদস্য দল বেঁধে দিরাইয়ের করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামের তিনজন কৃষকের প্রায় ৭০ শতক জমির পাকা ধান কেটে দিয়েছেন। বুধবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে ধান কেটে প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন করেছে সংগঠনটি। সংগঠনের উপদেষ্টামন্ডলীর সদস্য জয়ন্ত কুমার সরকার, প্রভাষক মিজানুর রহমান পারভেজ, মোস্তাহার মিয়া মোস্তাকসহ সংগঠনের অাহ্বায়ক ইসলাম উদ্দিন, যুগ্ম-অাহ্বায়ক শাহজাহান সাজু, তানভীর চৌধুরী, সদস্য সচিব মুহিবুর মুন্না, সিনিয়র সদস্য ইমাদ সর্দার, রুহুল অামিন, সালামত খান, জায়েদ, মইন উদ্দিন ধান কাটায় অংশ নেন । উল্লেখ্য, অাবহাওয়া দপ্তরের অাগাম বন্যার পূর্বাভাস থাকায় উপজেলা প্রশাসন ও কৃষি অফিস হাওরের ধান অতি দ্রুত কাটার নির্দেশনা দিয়েছে। নভেল করোনা ভাইরাসের জন্য হাওর এলাকায় ধান কাটার তীব্র শ্রমিক সংকট থাকায় দিরাই উপজেলা নির্বাহী অফিসার সকল শ্রেনী পেশার মানুষকে ধান কাটার অাহ্বান জানিয়েছেন।