দিরাইয়ে স্বেচ্ছাশ্রমে ধান কাটছে ছাত্রলীগ
স্টাফ রিপোর্টার ঃ করোনা পরিস্থিতিতে ধান কাটা শ্রমিকের তীব্র সংকটে বিপদগ্রস্ত কৃষকের পাশে দাঁড়িয়েছে দিরাই উপজেলা ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার দিনব্যাপী রাজানগর ইউনিয়নের কালিয়াগুটা হাওরে রনারচর গ্রামের অসহায় দরিদ্র এক কৃষকের জমির পাকা ধান কেটে দেয় ছাত্রলীগ নেতা সোহেল মিয়া, রাজিব রায়, মাছুম আহমেদ, মির্জা ইসলাম, সাজু, সজীব নূর, রায়হান, হাবীব, জাহিদ, জায়েদ, আলী হায়দার. তানভীর, রানা, কৃপা প্রমুখ। দিরাই উপজেলা ছাত্রলীগ নেতা মো. সোহেল মিয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দিরাই শাল্লার মাননীয় সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা এমপির আহ্বানে সাড়া দিয়ে ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে ভাইয়ের নির্দেশে শ্রমিক সংকটে সমস্যাগ্রস্থ কৃষকদের পাশে দাঁড়িয়েছে দিরাই ছাত্রলীগ পরিবার। হাওরের ধান কৃষকের গোলায় উঠার আগপর্যন্ত ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকের পাশে থাকবে।