
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি ঃ সুনামগঞ্জের দিরাইয়ে সরকারের ভর্তুকি মুল্যে কৃষকদের মধ্যে কম্বাইন্ড হারভেস্টর (ধান কাটা ও মাড়াই আধুনিক যন্ত্র) হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হারানপুর গ্রামের কৃষক রাজীব রায় ও লৌলারচর গ্রামের কৃষক সুজন হাজরা ভুট্টোর হাতে কম্বাইন্ড হারভেস্টর যন্ত্রের চাবি তুলে দেন দিরাই শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা। এসময় এমপি বলেন, কৃষিতে যান্ত্রিকীকরণের ফলে অনেক কৃষক কৃষি কাজের প্রতি আরো বেশি আগ্রহী হয়ে উঠেছেন। খাদ্য উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তার লক্ষ্যে বর্তমান কৃষি বান্ধব সরকারের উদ্যোগে কৃষি যন্ত্রপাতি বিশাল অংকের ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে বিতরণ করছে। দিরাই শাল্লার বিভিন্ন হাওরে ছাত্রলীগসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাশ্রমে ধান কাটার ভূয়সী প্রশংসা করে এমপি বলেন, আগাম বন্যার আশংকা রয়েছে, তাই উপযোগী জমির ধান কম্বাইন্ড হারভেস্টর যন্ত্র ব্যবহার করে কাটতে হবে, এতে অনেকটা দ্রুত ধান কাটা যাবে।
উপজেলা কৃষি কর্মকর্তা আবু মোহাম্মদ মনিরুজ্জামান জানান, সরকারের উন্নয়ন সহায়তার আওতায় ৭০ শতাংশ ভর্তুকি মুল্যে উপজেলায় ১৭ টি কম্বাইন্ড হারভেস্টর যন্ত্র কৃষকদের মধ্যে হস্তান্তর করা হয়েছে।
করোনা ভাইরাস সংক্রমণ রোধে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে সামাজিক দুরুত্ব বজায় রেখে এই যন্ত্র হস্তান্তরকালে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সহসভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, সিরাজ উদ দৌলা তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন প্রমুখ।