শাল্লায় কৃষকের ধান কেটে দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদকঃ শাল্লায় কৃষকের পাশে দাঁড়িয়েছে পুলিশ।শাল্লা থানা অফিসার ইনচার্জ আশরাফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ৪ নং শাল্লাইউনিয়নের দামপুর গ্রামের এক দরিদ্র কৃষকের ধান কেটে দেন। বৃহস্পতিবার(২৩.০৫.২০২০) সকাল থেকে দুপুর পর্যন্ত ১ কেদার জমির ধান কেটে দেয় শাল্লা থানার পুলিশের সদস্যরা। জানাযায়, আগাম বন্যার পূর্বাভাস ও করোনা পরিস্থিতির কারনে শাল্লায় শ্রমিক সংকট দেখা দেয় আর এ কারনে শ্রমিক পাচ্ছিলেন না কৃষক।এসময়টাতে কৃষকের পাশে গিয়ে দাঁড়িয়েছেন শাল্লা থানা পুলিশ। শাল্লা থানা অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, কৃষকের দুর্দিনে আমরা সব সময় তাদের পাশে থাকব।প্রয়োজনে আমরা আরও কৃষকের ধান কেটে দিব।তাছাড়া আমরা হাওরে ঘুরে ধান কাটা তদারকি করছি এবং কৃষকদের সমাজিক দূরত্ব বজায় রেখে দ্রুত ধান কাটার পরামর্শ দিচ্ছি। এর আগেও করোনা পরিস্থিতি মোকাবিলায় আসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করে শাল্লা থানা পুলিশ।আর এ কারণে উপজেলাজুড়ে প্রশংসায় ভাসছে শাল্লা থানার পুলিশ।