সারাদেশ

শাল্লায় ধান কাটার শ্রমিকের মাঝে ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ “হাওরে কাটলে ধান, মিলবে ত্রাণ” সুনামগঞ্জ জেলা প্রশাসকের এমন নির্দেশনার বাস্তবায়ন ঘটেছে শাল্লা উপজেলায়। করোনা পরিস্থিতিতে ধান কাটা শ্রমিকের সংকট মোকাবেলায় এবং শ্রমিকদের উৎসাহ দিতে শাল্লা উপজেলার সবচেয়ে বড় হাওর ছায়ার হাওরে ধান কাটা শ্রমিকের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২ টায় উপজেলা পরিষদের পক্ষ থেকে ধান কাটার শ্রমিকের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম উপজেলা সমবায় কর্মকর্তা আলমগীর কবির খান, উপজেলা প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা আল মানুন,স্বেচ্ছাসেব তপন কান্তি সরকার,বুবাই সরকার এবং পলাশ সরকার পল্টু। এবিষয়ে মৎস কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান বলেন,হাওরে কাটলে ধান, মিলবে ত্রাণ এ কর্মসূচি অব্যাহত থাকবে।পর্যায়ক্রমে শাল্লা উপজেলার সবকটি হাওরে ধান কাটার শ্রমিকের মাঝে এ ত্রাণ বিতরণ করা হবে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap