
দিরাই প্রতিনিধি ঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে ত্রাণ বিতরণ করছেন ড জয়া সেনগুপ্তা এমপি। বৃহস্পতিবার দিনব্যাপী গ্রো-ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার সরমঙ্গল ইউনিয়নের ধনপুর ও তাড়ল ইউনিয়নের ধল গ্রামে সহস্রাধিক পরিবারের মাঝে ১০কেজি চাল, ২কেজি পেঁয়াজ, ২কেজি আলু, ১লিটার সয়াবিন, ১কেজি ডাল ও ১টি করে সাবান বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সহ সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান চৌধুরী, ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আহমদ চৌধুরী, গ্রো ফাউন্ডেশনের সুজিত চক্রবর্তী, আনাস আহমেদ প্রমুখ।