সারাদেশ
দিরাইয়ে আ.লীগের ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

স্টাফ রিপোর্টার ঃ সুনামগঞ্জে-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তার নিজস্ব অর্থায়নে ও উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার দেড় হাজার পরিবারে খাদ্য সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (২৪ এপ্রিল) সকালে দিরাই পৌর সদরের নিজ বাসভবন থেকে ত্রাণ বিতরণ কাজের উদ্বোধন করেন ড. জয়া সেনগুপ্তা এমপি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সহ-সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোশাররফ মিয়া, দপ্তর সম্পাদক বিকাশ রায় প্রমুখ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় জানান, সাংসদ মহোদয়ের ব্যক্তিগত তহবিল থেকে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মাধ্যমে তা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে।