সারাদেশ
চিত্তরঞ্জন চৌধুরীর মৃত্যুতে ড. জয়া সেনগুপ্তা এমপি’র শোক

নিজস্ব প্রতিবেদক :: দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামীলীগ নেতা চিত্তরঞ্জন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন দিরাই শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা। শোক বিবৃতিতে ড. জয়া সেনগুপ্তা এমপি বলেন, চিত্তরঞ্জন চৌধুরী আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন। তাঁর মৃত্যুতে আওয়ামীলীগ একজন পরম বন্ধুকে হারালো। সৃষ্টিকর্তা তাঁর আত্মার চির শান্তি দান করুক। আমি তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত।