সারাদেশ
দিরাই খাগাউড়া বাজারে কোয়ারান্টাইনে থাকা মানুষের পাশে ইউএনও

জয়ন্ত কুমার সরকার ঃ সম্প্রতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকালে আক্রান্ত এলাকা গাজীপুর থেকে দিরাই খাগাউড়া গ্রামে সদ্য ফেরত নারী শিশুসহ ১৬ জনকে দেখতে যান উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ। আজ রবিবার দুপুরে গ্রামবাসীর উদ্যোগে খাগাউড়া বাজারে কোয়ারান্টেইনে রাখা এসব মানুষের সাথে কথা বলেন তিনি। তাদের সমস্যা আছে কিনা জানতে চান ইউএনও। কোয়ারেন্টাইনে থাকা সবার করোনা পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করা হবে বলেও জানান তিনি। এছাড়া কোয়ারান্টিানে থাকা ১৬ জনের জন্য তাৎক্ষনিক ত্রাণের ব্যবস্থা করনে ইউএন। এসময় রফিনগর ইউনিয়নের চেয়ারম্যান রেজুয়ান খান, উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপকহকারী প্রকৌশলী রিপন অালীসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। পরে ইউনিয়নের বাংলাবাজার ওই এলাকার হাওর রক্ষাবাঁধ এবং কালিয়াগুটা হাওরের ধানকাটা পরিদর্শন করেন ইউএনও।