সারাদেশ

দিরাইয়ে ত্রাণের টাকা ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের দিরাইয়ে বিতরণের দায়িত্ব না দেওয়ায় ত্রাণের ৪ লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে প্রভাবশালীরা, এমন অভিযোগ এনে দিরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলার জগদল গ্রামের মৃত লেখন্দর মিয়ার পুত্র যুক্তরাজ্য প্রবাসী আনোয়ার হক। শুক্রবার বিকেল ৪ টায় জগদল গ্রামের এই ঘটনায় একই গ্রামের আব্দুল আজিজ ওরফে সেলুন মিয়াকে প্রধান আসামী করে তিনি এই অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার হকের পিতা মৃত লেখন্দর মিয়ার নামে ‘লেখন্দর মিয়া স্মৃতি ফাউন্ডেশন‘ সংগঠনটি এলাকার মানুষের কল্যাণে কাজ করে থাকে। নিজেরা ও আত্মীয়-স্বজনদের পৃষ্টপোষকতায় চালিত ফাউন্ডেশন চলমান করোনা দুর্যোগে কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। পরিকল্পনা অনুযায়ী নগদ ৫ লক্ষ টাকা বিতরণের লক্ষ্য নিয়ে বিগত দেড় মাস পুর্বে যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন আনোয়ার হক ও তার মাতা ফাউন্ডেশনের প্রধান পৃষ্টপোষক মিসেস করফুল নেছা। দেশে ফেরার পর সিলেট জালালাবাদ থানার নয়া খুররম খলা এলাকায় নিজ বাসভবনে অবস্থানকালীন জগদল গ্রামের আব্দুল আজিজ ওরফে সেলুন মিয়া সিলেটে গিয়ে ত্রাণ বিতরণের যাবতীয় দায়িত্ব তাকে হস্তান্তরের জন্য বলে। এসময় প্রবাসী মা-ছেলে নিজেরাই বিতরণ করবেন জানিয়ে আব্দুল আজিজ ওরফে সেলুন মিয়ার সহযোগিতা চান। কিন্তু এতে ক্ষিপ্ত হয়ে ওঠে আব্দুল আজিজ। ত্রাণ বিতরণ করতে দিবে না জানিয়ে দফায় দফায় প্রবাসী পরিবারটিকে দেখে নেওয়ার হুমকি দেয়। ভীত সন্ত্রস্ত্র ওই প্রবাসী পরিবার নিজেদের নিরাপত্তা ও ত্রাণ বিতরণ কার্যক্রম নির্বিঘ্ন করতে সিলেট জালালাবাদ থানায় একটি সাধারণ ডাইরী করেন। এরপর গত বুধবার ত্রাণের টাকা বিতরণের উদ্দেশ্যে জগদল গ্রামে নিজ বাড়িতে আসেন আনোয়ার হক ও তার মাতা। বাড়িতে অবস্থান করে দু’দিনে অসহায় ও হতদরিদ্রদের মাঝে পরিবার প্রতি ৫শ/ ১হাজার টাকা করে প্রায় এক লক্ষ টাকা বিতরণ করেন। প্রবাসী আনোয়ার হক জানান, শুক্রবার বিতরণ কাজ করতে থাকাকালে আব্দুল আজিজ ওরফে সেলুন মিয়া তার সহযোগিদের নিয়ে অতর্কিত আক্রমন চালিয়ে আমাদের মারধর করে আমার সাথে সাইডব্যাগে থাকা ত্রাণের ৪ লক্ষ টাকা ছিনিয়ে নেয়। তিনি বলেন, এই দুর্যোগে দরিদ্র মানুষের পাশে দাড়াতে চেয়েছি, এটা কি আমাদের অপরাধ ? তিনি এই ঘটনার সুষ্টু বিচার দাবি করেন। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল জানান, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে, তদন্ততক্রমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap