দিরাইয়ে ১শ পরিবারের ঘরে ঘরে চাল পৌঁছে দিলেন ছাত্রলীগ নেতা মির্জা

আহমেদ রবিনুর ঃ দিরাইয়ে করোনা পরিস্থিতিতে কর্মহীন নিম্ন আয়ের ১শ পরিবারের ঘরে ঘরে চাল পৌঁছে দিলেন উপজেলা ছাত্রলীগ নেতা, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মির্জা ইসলাম মান্না। সোমবার সন্ধ্যায় পৌর সদরের ৯ নং ওয়ার্ডের মাদানি মহল্লা, কলেজ রোড, নতুন বাগবাড়িসহ ওয়ার্ড এলাকায় তার নিজস্ব অর্থায়নে ঘরে ঘরে এই চাল পৌঁছে দেন দিরাই ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ সোহেল মিয়া, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব রায়, উপজেলা ছাত্রলীগ নেতা আফজাল আহমেদ, সায়েদ চৌধুরী, সৌরভ চৌধুরী, দেবা দাস, মোনায়েম চৌধুরী, আলি হায়দার, রানা মিয়া, পুলক তালুকদার, কলেজ ছাত্রলীগ সিনিয়র যুগ্ম আহবায়ক সজিব নূর, যুগ্ম আহবায়ক রায়হান হোসেন, যুগ্ম আহবায়ক ইমন হাসান, কলেজ ছাত্রলীগ নেতা সাগর, জিবন চৌধুরী, সানিম চৌধুরী, মোসায়েল চৌধুরী, মোশিন চৌধুরী।