জাতীয়

২৪ ঘণ্টায় ৫৪৯ করোনা রোগী শনাক্ত, মৃত্যু ৩

কলম শক্তি ডেস্ক ঃ দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪৬২ জন। তাছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ জন মারা গেছেন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৫ জন। আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। প্রসঙ্গত, গত ৮ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। শুরুর দিকে রোগীর সংখ্যা কম থাকলেও এখন সংক্রমণ সারাদেশে ছড়িয়ে পড়েছে। গত ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের উহানে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। ভাইরাসটি ক্রমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। চীনের পর ইরান, কোরিয়াসহ বেশকিছু দেশে সংক্রমণ ছড়ালেও সবচেয়ে বেশি করোনা আঘাত হানে ইতালি, স্পেনসহ ইউরোপের দেশগুলোতে। তবে এ মুহূর্তে তা-ব চালাচ্ছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্র ভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার বলছে, বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ১১ হাজার ৭৬৮জন মানুষ। এছাড়া আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ৭৩ হাজার ৬০৩ । অন্যদিকে সুস্থ হয়েছেন ৯ লাখ ২৪ হাজার ৬৪৩ জন।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap