সারাদেশ
দরিদ্র কৃষকের ধান কেটে দিলো জগদল ইউনিয়ন ছাত্রদল

স্টাফ রিপোর্টার ঃ দেশে প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, লাশ হচ্ছেন কেউ কেউ। করোনার কারণে হাওরাঞ্চল দিরাইয়ে পাকা বোরো ধান কাটায় দেখা দিয়েছে তীব্র শ্রমিক সংকট। উদ্ভুত পরিস্থিতিতে কৃষকের পাশে দাঁড়িয়েছেন আলেম উলামা, সমবায়ী, রাজনৈতিক, সামাজিকসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। বিনা পারিশ্রমিকে কৃষকের ধান কেটে দিচ্ছেন তারা। মঙ্গলবার উপজেলার জগদল ইউনিয়নের রাজনাঁও গ্রামের দরিদ্র কৃষক আজিজুর রহমানের জমির পাকা বোরো ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে জগদল ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদল নেতাকর্মীদের এই সহযোগিতায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন দরিদ্র ওই কৃষক। ছাত্রদল নেতাকর্মীরা জানান, এই দূর্যোগে দিরাই শাল্লার সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরীর নির্দেশে কৃষকের পাশে দাঁড়িয়েছে জগদল ইউনিয়ন ছাত্রদল পরিবার।