সারাদেশ
দিরাইয়ে ৩শ পরিবারকে ইফতার সামগ্রী দিলেন প্রবাসী আরজু খান

ইমন খান (জগদল সংবাদদাতা) ঃ দিরাই উপজেলার জগদল ইউনিয়নের পুকিডর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আরজু খানের পক্ষ থেকে মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে। বুধবার বেলা ৩ টায় পুকিডহর গ্রামের তিন শতাধিক অসহায় পরিবারের মধ্যে ইফতার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী প্রদান করা হয়। সহায়তাপ্রাপ্ত পরিবারের সদস্যরা আরজু খানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। মুঠোফোনে আরজু খান বলেন, এই সংকটময় মুহূর্তে প্রত্যেক সামর্থ্যবানদের উচিৎ অসহায় পরিবারগুলোর দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।