সারাদেশ

আজানের পাখির সাহায্যার্থে এগিয়ে আসার আবেদন

স্টাফ রিপোর্টার ঃ সুনামগঞ্জের দিরাই পৌর সদরের ঐতিহ্যবাহী চন্ডিপুর জামে মসজিদে দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালনরত মৌলভী আব্দুস শহীদ জটিল ব্যাধি টিউমারে আক্রান্ত। দীর্ঘদিন ধরে আজানের এই পাখি নিজের সুরেলা কন্ঠের মূর্ছনায় মানুষকে মসজিদপানে আহবান জানিয়ে আসলেও কিছুদিন ধরে অসুস্থতার কারণে নিজ বাড়ি জগন্নাথপুর উপজেলার ভুরাখালী গ্রামে অবস্থান করছেন। দ্রুত টিউমার অপারেশন না করালে ব্যাধিটি আরও জটিল অবস্থায় পৌঁছাবে, এমনটি জানিয়েছেন চিকিৎসক। অপারেশন অপরিহার্য হলেও অর্থাভাবে তা করাতে পারছেন না দ্বীনের এই খেদমতদার। এই পরিস্থিতিতে সমাজের বিত্তবানদের তাঁর পাশে দাঁড়াতে আহবান জানিয়েছেন আজানের পাখি মৌলভী আব্দুস শহীদ। সকলের সহযোগিতায় ফিরতে চান মসজিদে, সুললিত কন্ঠে মানুষকে ফের মসজিদ অভিমুখে ডাকতে উদগ্রীব তিনি।

যোগাযোগের প্রয়োজনে: মাওলানা আমিরুল ইসলাম, ইমাম, চন্ডিপুর জামে মসজিদ- ০১৭৫১০৩৫২৯৪

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap