জাতীয়

সিলেটে করোনায় ৩ জনের মৃত্যু

কলম শক্তি ডেস্ক :: সিলেটে করোনায় আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন সিলেট ও একজন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩০৮ জনে। এর মধ্যে সিলেট জেলার ২৩৮ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৬ জন রয়েছেন। স্বাস্থ্য বিভাগ, সিলেটের বুলেটিনে এসব তথ্য জানা গেছে। এদিকে- সিলেটে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫৪ জন। সিলেট জেলার ৬৭ জন, হবিগঞ্জের ২৬ জন, মৌলভীবাজারে ২৩ জন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগী ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ১১১ জন। সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৭৭ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৬৪৮ জন, হবিগঞ্জে ২ হাজার ২০১ জন ও মৌলভীবাজারে ২ হাজার ১৮৫ জনের করোনায় আক্রান্ত হয়েছে। সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৯৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ২৭৭ জন, হবিগঞ্জে ১০ জন, মৌলভীবাজারে ৫ জন।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap