শাল্লায় ৩০ কোটি টাকার সৌর সোলার প্রকল্প অকেজো

কলম শক্তি ডেস্ক :: সুনামাগঞ্জের শাল্লা উপজেলার ২ নং হবিবপুর ইউনিয়নে ২০১৬ /২০১৭ অর্থ বছরে ৩০ কোটি টাকা ব্যয়ে প্রতিষ্ঠিত দেশের বৃহত্তম সৌর সোলার বিদ্যুৎ স্টেশনটি হস্তান্তরের আগেই বিনষ্ট হয়ে গেছে। ফলে নির্মিত এলাকার শাসখাই বাজারসহ ৪ টি গ্রামের প্রায় ৫০০ গ্রাহক সৌর সোলার সংযোগ নিয়ে বিপাকে পড়েছেন। সৌর সোলার কর্তৃপক্ষ প্রথম চুক্তি মোতাবেক তাদেরকে ৫ ঘণ্টা বিদ্যুৎ দিলেও এখন দিনে ২ ঘণ্টা বিদ্যুৎ দিচ্ছেন। তাও আবার মাঝে মাঝেই একেবারেই বিদ্যুৎ সরবরাহ্ হচ্ছে না। এই অবস্থায় বুধবার গ্রাহকরা সৌর সোলার ছেড়ে পল্লী বিদ্যুতের বিদ্যুৎ নেবার জন্য সুনামগঞ্জ জেলা প্রশাসকের নিকট আবেদন করেছে। অন্যদিকে, স্থানীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেছেন, ৩০ কোটি টাকার এই প্রকল্প বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সমঝে নেবার আগেই অকার্যকর হয়ে গেছে। এই অবস্থায় রূগ্ন এই প্রকল্প সমঝে নেওয়া ঠিক হবে না বলেও মন্তব্য করেছেন এই কর্মকর্তা। জানা যায়, ২০১৬ ও ১৭ অর্থ বছরে শাসখাই বাজারসহ আশপাশের ৪ গ্রামে সৌর সোলারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ দেবার জন্য প্রায় ৩০ কোটি টাকার কাজ করায় ইটকল নামের একটি উন্নয়ন সংগঠন। তারা এই প্রকল্পটিতে একটি বেরসকারি কোম্পানী রহিমা আফরোজকে দিয়ে কাজ করায়। প্রকল্প থেকে গ্রাহকদের বিদ্যুৎ দেবার কথা ছিল ৬ টা থেকে রাত ১১ টা পর্যন্ত। প্রথমে সেভাবেই বিদ্যুৎ দেয়া হতো। গত ২৭ মার্চ থেকে গ্রাহকরা ২ ঘণ্টা অর্থাৎ ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত বিদ্যুৎ পাচ্ছেন বলে অভিযোগ উঠেছে । মাঝে মাঝে বিদ্যুৎ সরবরাহ বন্ধও রাখছে প্রকল্প কর্তৃপক্ষ।
সূত্র – দৈনিক মানবজমিন