জাতীয়

দিরাইয়ে নারায়ণগঞ্জ ফেরত মহিলার করোনা সনাক্ত

স্টাফ রিপোর্টার ঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের খেজাউড়া গ্রামের বেলা রানী বিশ্বাস (৩৫) নামে এক মহিলার করোনা সনাক্ত হয়েছে। শুক্রবার বিকেল ৪ টায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহবুবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এনিয়ে উপজেলায় ২ জন করোনা রোগী সনাক্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বেলা রানী বিশ্বাস ও তাঁর স্বামী রাসেন্ড বিশ্বাস করোনা উপসর্গ নিয়ে দিরাই হাসপাতালে নমুনা দিতে আসেন। গত ২৭ এপ্রিল তাদেরসহ মোট ৭ জনের নমুনা সিলেট ল্যাবে পাঠানো হয়। এরমধ্যে শুধুমাত্র বেলা রানীর করোনা পজিটিভ সনাক্ত হয়েছেন। ইউপি সদস্য অভিজিৎ তালুকদার জানান, আমার ওয়ার্ডের বেলা রানী বিশ্বাস ও তার স্বামী রাসেন্দ্র বিশ্বাস গত ২৪ এপ্রিল নারায়ণগঞ্জ লালখাঁ এলাকা থেকে গ্রামে ফিরেন। আমরা সাথে সাথে তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করি। পরে ২৬ এপ্রিল তাদের করোনা পরীক্ষার জন্য দিরাই হাসপাতালে পাঠাই। আজ হাসপাতাল থেকে জানানো হয়েছে বেলা রানী বিশ্বাসের করোনা পজেটিভ।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap