জামালগঞ্জে স্বাস্থ্য সহকারী করোনায় আক্রান্ত

নিজাম নুর, জামালগঞ্জ ঃ জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী গৌতম রায়ের দেহে করোনা সংক্রমিত হয়েছে। তিনি সেখানে ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিদ হিসেবে কর্মরত আছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আক্রান্তের সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। জানা যায়, গত ২৮ এপ্রিল আক্রান্ত গৌতমসহ প্রতিষ্ঠানের মোট ৭ জন কর্মকর্তা-কর্মচারীর নমুনা সংগ্রহ করে সিলেটের পরীক্ষাগারে পাঠায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এর মধ্য থেকে একজনই করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শুক্রবার রাত ৯টায় এর নমুনা ফলাফল হাতে এসে পৌঁছায়। আক্রান্ত গৌতম রায়ের সাথে কথা বলে জানা গেছে, তিনি উপজেলার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে নির্ধারিত গন্ডির বিভিন্ন স্থানে যাতায়াত করেন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে আগত মানুষের খোঁজ-খবর এবং তাদের সাথে সামনাসামনি কথা বলতে গিয়ে হয়তো করোনা সংক্রমণের বিষয়টি ঘটতে পারে। জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. মঈন উদ্দিন আলমগীর করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আক্রান্ত স্বাস্থ্যকর্মী বর্তমানে তার নিজ বাসায় আইসোলেশনে আছে। তাঁকে নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’ তবে স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, লকডাউন আপাতত করা হচ্ছে না। যদি আক্রান্তের সংখ্যা আরও বৃদ্ধি পায় তাহলে লকডাউন করা হবে। এ অবস্থায় আমাদের জরুরী বিভাগ চালু আছে।’ এ ব্যাপারে নবাগত জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত দেব বলেন, ‘আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এখন আক্রান্ত ব্যক্তি ও তার পরিবারের লোকজনকে লকডাউনে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে এবং স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবা সীমিত করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’