দিরাইয়ে মায়েদের মধ্যে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ

দিরাই প্রতিনিধি: জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২০ উদযাপনের অংশ হিসেবে দিরাই উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির উদ্যোগে কমিউনিটি ক্লিনিকে মোট ৪৮ জন অপুষ্টিতে আক্রান্ত গর্ভবতী ও প্রসূতি মায়েদের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপজেলার তিনটি ইউনিয়নে অবস্থিত তিনটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে উপজেলার বিভিন্ন স্তরের স্বাস্থ্যকর্মীদের সহযোগীতায় স্ব স্ব ইউনিয়নে বসবাসরত দরিদ্র ও হতদরিদ্র মায়েদের মাঝে উল্লিখিত খাদ্য সহায়তা প্রদান করা হয়। এই স্বাস্থ্যসেবা কেন্দ্র্রগুলো হলো- রফিনগর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, কর্ণগাঁও কমিউনিটি ক্লিনিক, করিমপুর এবং কদম্বতলী কমিউনিটি ক্লিনিক, রাজানগর। এসময় উপস্থিত ছিলেন রফিনগর ইউপি চেয়ারম্যান ও দিরাই উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য মোঃ রেজুয়ান হোসেন খান, দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল অফিসার ডা. ফাহমিদা সুলতানা, স্বাস্থ্য পরিদর্শক নবেন্দু চৌধুরী, সহঃ স্বাস্থ্য পরিদর্শক সিরাজুল ইসলাম ও শামসুল ইসলাম, স্বাস্থ্য সহকারী কবিন্দ্র কুমার দাস, সিএইচসিপি গৌতম চন্দ্র দাস ও সিদ্ধান্ত সরকার প্রমুখ। উল্লেখ্য এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ও দিরাই উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডা. মোঃ মাহ্বুবুর রহমান বলেন যদিও জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২০ ২৩ থেকে ২৯ এপ্রিল পালন করার কথা ছিল, বর্তমান কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় আমরা ৩০ এপ্রিল কার্যক্রম শুরু করেছি । তবে আমরা চেষ্টা করছি কোভিড-১৯ স্বাস্থ্যবিধিমালা অনুসরন করে প্রতিটি ইউনিয়নে দরিদ্র ও হতদরিদ্র অপুষ্টিতে আক্রান্ত গর্ভবতী ও প্রসূতি মায়েদের মধ্যে এই সেবা পৌঁছে দিতে। প্রথম দিনে ৩টি ইউনিয়নে গড়ে ১৬ জন করে মোট ৪৮ জন মাকে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে এবং আগামী ৩ দিনে বাকী ৬টি ইউনিয়নেও একইভাবে বিতরণ করা হবে। এছাড়া আমরা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির পক্ষ থেকে দিরাই উপজেলায় কর্মরত সকল প্রাইভেট সিএসবিএ বা দক্ষ প্রসবসেবা প্রদানকারীদের মধ্যে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীও বিতরণ করা হবে।