সারাদেশ
দিরাইয়ে করোনা আক্রান্তদের ইউএনও’র ‘মমতার পরশ’

স্টাফ রিপোর্টার ঃ সুনামগঞ্জের দিরাইয়ে প্রাণঘাতী কোভিড-১৯ (করোনা ভাইরাস) আক্রান্ত দুই রোগীর বাড়িতে উপহারস্বরূপ ফলমূল পৌঁছে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফি উল্লাহ। ভিটামিন-সি সমৃদ্ধ নানান ফলমূল দিয়ে সাজানো শুভেচ্ছা প্যাকটি রোববার দুপুরে ইউএনও’র পক্ষ থেকে আক্রান্তদের বাড়িতে পৌঁছে দেন সংশ্লিষ্টরা। শুভেচ্ছামূলক এসব সরঞ্জামের সঙ্গে ছিল একটি শুভেচ্ছা বাণী ‘মমতার পরশ’। ইউএনও মোঃ সফি উল্লাহ বলেন, এই দু:সময়ে করোনা আক্রান্তরা যেন নিজেদের একা না ভাবেন, তারা যেন মানসিকভাবে চাঙ্গা থাকেন তাই এই প্রচেষ্টা। আক্রান্তরা চাইলে প্রয়োজনীয় ওষুধপত্র চিকিৎসক পাঠানো হবে জানিয়ে ইউএনও বলেন, আশা করি এই উদ্যোগ তাদের মনোবল বৃদ্ধিতে সহায়ক হবে।