সারাদেশ

শাল্লায় সৌমেন সেনগুপ্তের পক্ষে ত্রাণ বিতরণ

কলম শক্তি ডেস্ক ঃ সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের ৬টি স্থানে দিরাই-শাল্লা আসনের প্রয়াত সংসদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত ও ডঃ জয়া সেন গুপ্তার একমাত্র সন্তান প্রকৌশলী সৌমেন সেন গুপ্তের উদ্যোগে ৩শ’ দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ৩ মে রবিবার ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন গ্রো- ফাউন্ডেশনের সদস্য সুজিত চক্রবর্তী, দিলীপ কুমার দাস, শাল্লা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পিযুষ চৌধুরী, শাল্লা উপজেলা যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপু, কৃপেন্দ্র চন্দ্র দাস, ছাত্রলীগ নেতা রাজু রঞ্জন দাস, সৌমেন সরকার, সৈনিক লীগ আহ্বায়ক উজ্জ্বল রায়, সৈনিকলীগ নেতা রতন রায়, ঘুঙ্গিয়ার গাওঁ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী স্বর্না শিল্পালয়ের স্বত্ত্বাধীকারি বিশ্বজিৎ বনিক প্রমুখ। উপজেলার ৪টি ইউনিয়নের ১২শ পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হবে। এরই মধ্যে ৯ শ পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়েছে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap