সারাদেশ
দিরাই’র কৃতি সন্তান সাবেক যুগ্ম সচিব রুহুল হোসেন চৌধুরীর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার ঃ দিরাই উপজেলার গচিয়া গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান সাবেক যুগ্ম সচিব রুহুল হোসেন চৌধুরী (৭৫) ইন্তকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে আট ঘটিকায় ঢাকার একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দিরাইর এই কৃতি সন্তান ব্যক্তিজীবনে ২ ছেলে ও ১ মেয়ের জনক। তাঁর মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন দেশ বিদেশের বিভিন্ন ব্যক্তি। রুহুল হোসেন চৌধুরীর চাচাতো ভাই, কলম শক্তি ডটকম উপদেষ্টা মণ্ডলীর সদস্য, যুক্তরাজ্য প্রবাসী নিয়াজ চৌধুরী মরহুমের রুহের মাগফেরাত কামনা করে সকলের দোয়া কামনা করেছেন।