জাতীয়সারাদেশ

আল্লামা শফি’র মৃত্যুতে সংসদের বিশেষ অধিবেশনে শোক প্রস্তাব

কলম শক্তি ডেস্ক :: হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব আনা হয়েছে। রোববার সন্ধ্যায় সংসদের বিশেষ অধিবেশন শুরুর পর এ শোক প্রস্তাব আনা হয়। এদিন মুজিবর্ষ উপলক্ষে দেশের ইতিহাসে জাতীয় সংসদের প্রথম বিশেষ অধিবেশন শুরু হয়।  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ‘মুজিববর্ষ‘ উদযাপন উপলক্ষে আয়োজিত এই বিশেষ অধিবেশন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রোববার সন্ধ্যা ছয়টায় শুরু হয়।  অধিবেশনকে ঘিরে সংসদ ভবন জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে নানা আয়োজন করা হয়েছে। নতুন সাজে সাজানো হয়েছে পুরো সংসদ ভবন এলাকা। অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিশেষ অধিবেশনে সবাইতে স্বাগত জানান। এ সময় তিনি বিশেষ অধিবেশন আহ্বানের কারণ উল্লেখ করেন।  স্পিকার জানান, বিশেষ অধিবেশনের মূল কার্যক্রম ৯ নভেম্বর শুরু হবে।  শোক প্রস্তাব গ্রহণ: সাবেক প্রতিমন্ত্রী এ কে এম মোশারফ হোসেন, গণপরিষদের সাবেক সদস্য সৈয়দ এ কে এম এমদাদুল বারী, সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম, নুরুল ইসলাম, খন্দকার গোলাম মোস্তফা, শামছুল হক তালুকদারের মৃত্যুতে সংসদ শোক জানিয়েছে।  শোক জানিয়েছে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম, সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হক, হেফাজতে ইসলামির আমির আল্লামা শাহ আহমদ শফী, একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক রশীদ হায়দার, বিশিষ্ট সাংবাদিক কবি আবুল হাসনাত, সংসদ সদস্য কানিজ সুলতানার স্বামী জাহিদ হোসেন বাচ্চু, ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানের মা শিরিয়া খানম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের মা কাজী নুরজাহান বেগম, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী, দেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদের বোন মরিয়ম হেলাল ও সেন্ট জোসেফ স্কুলের অধ্যক্ষ ব্রাদার রবি থিওডোর পিউরিফিকশরে মৃত্যুতেও।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap