দিরাই মজলিশপুর গ্রামে বহিরাগত বখাটেদের আড্ডা, গ্রামবাসীর ক্ষোভ

বিশেষ সংবাদদাতা :: সুনামগঞ্জের দিরাই পৌরসদরের মজলিশপুর গ্রামে বহিরাগত বখাটে কিশোরদের দলবেঁধে আড্ডার অভিযোগ করেছেন গ্রামবাসী। করোনা পরিস্থিতিতে সরকারের বিধিনিষেধ অমান্য করে প্রতিদিন রাতের আধাঁরে পাশ্ববর্তী ঘাগটিয়া গ্রামের ১৫/২০ জন যুবক হৈ-হুল্লোড় ও আড্ডায় মেতে উঠেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা জানান, প্রতিদিনের ন্যায় বুধবার রাত সাড়ে ৯ টার দিকে মজলিশপুর গ্রামের সরকারি পুকুর পাড় পয়েন্ট সংলগ্ন মংলা মিয়ার বাসার সামনে বখাটেরা আড্ডা দিচ্ছিল। তাদের হৈ-হুল্লোড়ে বাসিন্দাদের সমস্যা হওয়াতে তাদের আড্ডা না দিয়ে চলে যেতে বলেন কয়েকজন। এসময় তারা খারাপ আচরন করে এবং ভয়ভীতি দেখায়। এনিয়ে স্থানীয়দের সাথে বহিরাগত কিশোরদের হাতাহাতি হয়। গ্রামের আবুল খয়ের, কটু দেবনাথ, জামিল আহমেদ জানান দেশের এই পরিস্থিতিতে আমরা ভয়ে আছি। তার উপর এরকম পরিস্থিতি এলাকায় হলে আতংক বাড়তে থাকবে, এটাই স্বাভাবিক। তারা স্থানীয় প্রশাসনকে বিষয়টি দেখার আহবান জানান। জানা যায় এ বিষয়ে দিরাই থানা পুলিশ কে অবহিত করা হয়েছে।