দিরাইয়ে আটক ৪ জুয়াড়িকে জেলহাজতে প্রেরণ

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি ঃ সুনামগঞ্জের দিরাই থানা পুলিশের হাতে আটক ৪ জুয়াড়িকে জেলহাজতে প্রেরণ করা করেছে। আজ (বৃহস্পতিবার) আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করে সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করে থানা পুলিশ। এরআগে বুধবার দিবাগত মধ্যরাতে দিরাই থানার এসআই আব্দুল আলিম, এএসআই মোদারিছ মিয়া, এএসআই সুমন অধিকারী, এএসআই মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার করিমপুর ইউনিয়নের পুরাতন কর্ণগাঁও তাকির মিয়ার বাড়ী হইতে এদের আটক করেন। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। আটককৃতরা হলেন পুরাতন কর্ণগাঁও গ্রামের মৃত নন্দ লাল দাসের পুত্র অজিত দাস (৩০), ওয়াজ আলীর পুত্র বশর মিয়া (৩১), নগেন্দ্র বিশ্বাসের পুত্র যোগেন্দ্র বিশ্বাস (৩৫) ও নতুন কর্ণগাঁও গ্রামের মহিম উদ্দিনের পুত্র আনাছ আলী (২৫)। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল জানান, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করে আজ (বৃহস্পতিবার) সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।