সারাদেশ
দিরাই উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০১২ ব্যাচের উদ্যোগে ইফতারসামগ্রী বিতরণ

বিশেষ সংবাদদাতা :: সুনামগঞ্জের দিরাই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) ডি এইচ এস স্টুডেন্ট এসোসিয়েশন এসএসসি ২০১২ ব্যাচ এর উদ্যোগে ৫৫টি পরিবারের মধ্যে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় বাড়ী বাড়ী গিয়ে অসহায় পরিবার প্রতি ১কেজি আলু, ১কেজি তেল, ১কেজি ছোলা, ১কেজি পেঁয়াজ, ১কেজি মুসুরি ডাইল, ২৫০ গ্রাম খেজুর, ১ কেজি মুড়ি বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন মিশু আহমেদ, মান্না তালুকদার লিমন, আব্দুল মুবিন, পান্ত প্রিয় দাস, শাহান মিয়া, লিলন মিয়া, তনু বনিক, সাজু মিয়া প্রমুখ।